মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | বড় শাস্তির কোপে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর বাদল, সাফ করবেন শৌচালয়-লঙ্গরখানা

RD | ০২ ডিসেম্বর ২০২৪ ১৯ : ২৫Rajit Das


আজকাল ওয়েবডেস্ক:  সময় ভালো যাচ্ছে না শিরোমণি অকালি দলের নেতা সুখবীর বাদলের। চাপে মুখে গত মাসের মাঝামাঝি দলের দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন। এবার বড় শাস্তির কোপে সুখবীর। পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে অমৃতসরের স্বর্ণ মন্দির সহ বেশ কয়েকটি গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করার নির্দেশ দিল শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা অকাল তখত। আগামী ৩রা ডিসেম্বর (বুধবার) দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত স্বর্ণ মন্দিরের শৌচাগার সাফা করবেন সুখবীর। তারপরই লঙ্গর প্রদান করা হবে বলে জানানো হয়েছে অকাল তখতের তরফে। 

কেন এই শাস্তি প্রভাবশালী অকালি নেতা সুখবীরকে? ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত বাবা প্রকাশ সিং বাদলের মন্ত্রিসভায় পাঞ্জাব সরকারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন সুখবির বাদল। সেই সময়ই 'ডেরা সাচা সৌদা'র প্রধান গুরমীত রাম রহিম পবিত্র গ্রন্থসাহিবকে অপমান করেছিল বলে অভিযোগ। কিন্তু সেই সময় রাম রহিমের পাশেই ছিলেন সুখবীর। যা শিখ সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় ভাবাবেগে প্রবল আঘাত করেছিল বলে অভিযোগ। শিখদের স্বার্থ বিরোধী সেই কাজের অভিযোগে সুখবীরকে তনখাইয়া বা বিধর্মী ঘোষণা করেছিল শিখ ধর্মের সর্বোচ্চ সংস্থা অকাল তখত। আর সোমবার সেই অপরাধের শাস্তি বিধান হল। 

সুখবীর বাদল তাঁর কৃত কর্মের জন্য নিঃশর্তভাবে ভুল স্বীকার করলেও তাঁকে রেয়াত করতে নারাজ অকাল তখত। শেষপর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কড়া শাস্তির নিদান দিয়েছে শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা। 

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রকাশ সিং বাদলও এর আগে শাস্তির মুখে পড়েছিলেন। শিখ সম্প্রদায়ের সেবার জন্য প্রকাশ সিং বাদলকে ২০১১ সালে 'ফখর-ই-কওম' (শিখ সম্প্রদায়ের গর্ব) সম্মান দেওয়া হয়েছিল। যা পরে কেড়ে নেওয়া হয়। সোমবার শুরুতেই, শিখদের পাঁচজন ধর্মীয় যাজক সুখবীরের শাস্তি নিয়ে বৈঠকে বসেছিলেন। যার নেতৃত্বে ছিলেন অকাল তখতের জথেদার জিয়ানি রঘবীর সিং। তিনিই সুখবীর বাদলের শাস্তি ঘোষণা করেন। এর আগে জথেদার জিয়ানি রঘবীর সিং-ই শিরোমণি অকালি দলের ওয়ার্কিং কমিটিকে দলীয় প্রধান হিসেবে  প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাদলের পদত্যাগপত্র গ্রহণ করতে এবং ছয় মাসের মধ্যে দল পুনর্গঠনের জন্য একটি প্যানেল গঠন করতে নির্দেশ দিয়েছিলেন।

সুখবীর বর্তমানে চলাফেরা করতে পারেন না। হুইলচেয়ারেই অন্যত্র যেতে হয় তাঁকে। দলের সভাপতি পদ খোয়ালেও অবশ্য সুখবীর সিং এখনও শিরোমণি অকালি দলের কোর কমিটির সদস্য। 

 

 


নানান খবর

নানান খবর

অবাক কাণ্ড, এই থানা পরিচালনার দায়িত্বে স্বয়ং ঈশ্বর!

পহেলগাঁও নিয়ে বিশেষ অধিবেশনের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি দিল কংগ্রেস শিবির

ম্যাচ চলাকালীন 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান, গণপিটুনিতে ভয়ঙ্কর পরিণতি যুবকের

এটিই ভারতের শেষ রেল স্টেশন, বছরে ট্রেন চলাচল করে মাত্র দু'বার, প্রয়োজন হয় ভিসার!

পাল্টে গিয়েছে পাত্র, বিয়ের আসরে বড় অভিযোগ কনের! তারপর যা হল...

ছিটকে পড়ল অণ্ডকোষ, পকেটে রাখা মোবাইল ফেটে হাসপাতালে ফুচকাওয়ালা 

পাকিস্তানের জন্য আরও খারাপ খবর! ২৬টি রাফাল কিনতে ৬৩ হাজার কোটির চুক্তি করল ভারত

পালিয়ে ৩০ বছরের নাতিকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব মহিলা, এরপরই আগের পক্ষের স্বামী-সন্তানদের হত্যার পরিকল্পনা!

পাকিস্তানে স্বামীর কাছে ফিরল এক ও তিন বছরের সন্তান, ছাড়াছাড়ি হতেই আটারি সীমান্তে কেঁদে ভাসালেন মা

জানেন কেন বাবারা চান তাঁদের প্রথম সন্তান মেয়ে হোক?

আটারি সীমান্তে ভিড়, পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের সময়সীমা শেষের আগে বিদায়

ভারতে আমলাতান্ত্রিক 'ডিক্টেটরশিপ'-এর শিকার সাধারণ নাগরিকরা: নীতিহীন নির্দেশের বন্যায় ক্ষোভ

জাতীয় শিক্ষানীতিতে বড় বদল, বাদ গেল মুঘল যুগ, যোগ হল ভারতের ঐতিহ্য এবং মহাকুম্ভ

দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই জনের মৃত্যু

সোশ্যাল মিডিয়া